সংবাদ শিরোনাম :
সাবিকুন্নাহারের কবিতা ‘সোনার মেয়ে’ ##গৌরীপুর প্রতিদিন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ ১৬৭ বার পড়া হয়েছে
সোনার মেয়ে
———————-
এক যে ছিল মাটির পুতুল
সোনার মতো মুখ।
দেখলে তার নয়ন খানি,
জুড়ায় যেনো বুক।
কাজল দিঘি আঁখিতে তার,
বইতো স্রোতের মেলা।
তাহার দিকে চেয়ে থেকে,
কেটে যেতো বেলা।
হঠাত দেখি চেয়ে একি,
খুঁজে নাহি পাই তারে।
খুঁজতে খুঁজতে বিকেল গড়ায়,
মেঘনা নদীর পাড়ে।
ক্লান্ত হয়ে বসি তখন,
ঢেড এর দিকে চেয়ে।
ভাবতে ভাবতে সন্ধা গড়ায়,
ফিরছি বাড়ির দিকে।
হঠাত দেখি সোনার মেয়ে,
হাসছে মায়ার ছলে।
আড়াল করে চোখের পানি,
নিলাম তারে তুলে।
এমনি করে পারি দিলাম,
সকল আবেগ ভুলে।
সোনার মেয়ে সোনার খাঁচায়
রেখে দিলাম তুলে।