ঝড় বৃষ্টিতেও ঘরে বসে না থেকে সমর্থকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিমিয় করেন বিএনপি নেতা হাফেজ আজিজুল হক
- আপডেট সময় : ০১:৪৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ ঈদ পরবর্তী জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য, গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, সংসদীয় আসন-১৪৮, ময়মনসিংহ-৩ এর আগামী দিনের ধানের শীষের স্বপ্নদ্রষ্টা হাফেজ আজিজুল হক।
উপজেলার ৩নং অচিন্তপুর ইউনিয়নের শাহ্গন্জ বাজার ও ৫নং সহনাটি ইউনিয়নের পাছার বাজারে ও গৌরীপুর পৌর শহরে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
এ সময় তিনি বলেন, আ’লীগের দুঃশাসনের স্বীকার হয়ে আমি কারাবন্দী হই এবং এখনও এর গ্লানি বয়ে যাচ্ছি। আমি বিএনপির দুঃসময়ে দলের হাল ধরে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
এসময় সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সাধারণ সম্পাদক শাহ্ নাসির উদ্দীন রুমন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এসএম দুলাল, ময়মনসিংহ উত্তর জেলা মহিলাদলের সভানেত্রী তানজিন চৌধুরী লিলি, উপজেলা বিএনপি নেতা মাজহারুল ইসলাম চৌধুরী, গৌরীপুর উপজেলা বিএনপি নেতা আরিফ হোসেন আহাদ, উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম শাফি, গৌরীপুর উপজেলা ছাত্রদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক,মেধাবী ছাত্রনেতা মোঃ মিজানুর রহমান মিসু, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইমরান মিয়া, ৮নং ডৌহখোলা ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সদস্য সচিব জিয়াউল আলম জুরান, ইউনিয়ন বিএনপি নেতা মতিসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন সারীর নেতৃবৃন্দ।