গৌরীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৫৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ৭৯ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিনঃ
”নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” স্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও পোনামাছ অবমুক্ত করা হয়। মঙ্গলবার (২৫ জুলাই/২৩) বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন।
গৌরীপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় মৎস্য চাষীরা অংশ গ্রহণ করেন। পরে উপজেলা পরিষদের দ্বীপ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম প্রমুখ।
আলোচনা শেষে মৎস্য চাষীদের পুরস্কার প্রদান করা হয়।