গৌরীপুর গণপাঠাগারের আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী পালন
- আপডেট সময় : ০২:০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন: ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বুধবার (৮মে/২০২৪) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘রবীন্দ্রভাবনায় আজকের তারুণ্য’ শীর্ষক আলোচনা, রবীন্দ্রস্মরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন ও যুগ্ম পরিচালক আরিফ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর গণপাঠাগারের প্রধান পরিচালক প্রাবন্ধিক রণজিৎ কর।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের মনোবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আহসানুল হক, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন সোহেল, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, গৌরীপুর আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, গণপাঠাগারের প্রচার ও প্রকাশনা পরিচালক মো. রইছ উদ্দিন, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা প্রভাষক ও গণপাঠাগারের অনুষ্ঠান বিষয়ক পরিচালক মোখলেছুর রহমান, দপ্তর পরিচালক সেলিম আল রাজ।
কবিতা আবৃত্তি করেন কবি শামীমা খানম মীনা। সংগীত পরিবেশন করেন আমিরুল মোমেনীন, গোপা দাস, আশিকুর রহমান রাজীব, পৃথা সরকার, প্রত্যাশা দাস, অর্পা বর্মণ, কবিতা আবৃত্তি করেন শামীমা খানম মীনা, সপ্তর্ষি সরকার, তাহমিদ ইসলাম জিসান, তাসিন হাসান, ফাহিম শাহরিয়ার জয়