গৌরীপুরে ১৮শ কৃষক পেলেন বিনামূল্যে বীজধান ও সার
- আপডেট সময় : ০২:১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন: ময়মনসিংহের গৌরীপুরে ১৮শ কৃষক কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যে রোপা আমনের বীজ ধান ও সার পেয়েছেন।
বৃহস্পতিবার (২৭জুন/২৪)বিকালে উপজেলা কৃষি কার্যালয়ের সামনে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন- জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাকিল আহমেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন জলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: নিলুফা ইয়াসমিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল হাসিম প্রমুখ।
কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরের ২০২৪-২৫ মৌসুমে পূনর্বাসন কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে। এক হাজার আটশত কৃষককে জনপ্রতি ৫ কেজি বীজ ধান ও ২০ কেজি সার বিতরণ করা হয়েছে।