গৌরীপুরে গ্রাম্য সালিশের মাধ্যমে জমি সংক্রান্ত বিরোধের অবসান
- আপডেট সময় : ০২:১৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের ডেকুরা গ্রামের মরহুম আবাল হোসেনের পুত্র মো: রাব্বানী মিয়ার সাথে একই গ্রামের মৃত হোসেন আলীর পুত্র মোঃ চান মিয়ার সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। সোমবার (১জুলাই/২৪) ইচুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: আবুল কালামকে সভাপতি করে একটি গ্রামীণ সালিশ বসে।
জানা যায়, মৃত হোসেন আলীর পুত্র মোঃ চান মিয়া তার সন্তানদের নিয়ে মোঃ রাব্বানীর পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন যাবত জবরদখল করে চাষাবাদ করে আসছিলো। ইত:পূর্বে বেশ কয়েকটি গ্রামীণ সালিশ হয়েছে এবং একবার গৌরীপুর থানা পুলিশ গিয়ে চান মিয়ার নিকট হতে জমি উদ্ধার করে রাব্বানীকে দেয়া হয়। তারপর এই জমি নিয়ে আবার বিরোধ বাধে ও চান মিয়া তার সন্তানদের নিয়ে জমি দখলে নেয়। তখন রব্বানী এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশের পর আবারও জমি ফিরে পায়। এবং আজকের সালিশে চান মিয়া ও তার সন্তানদ্বয় উপস্থিত সকলের কাছেই তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায় এবং জমি রব্বানী মিয়ার দখলে দিয়ে দেয়।সালিশে গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সিদ্ধান্ত দেয় যে, এই জমি নিয়ে আর কোনো বিরোধ বা দাঙ্গা হাঙ্গামা হলে এর দায় দুই পক্ষকেই নিতে হবে। এতে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ কোনো দায় থাকবেনা।
গ্রামীণ সালিশে উপস্থিত ছিলেন অচিন্তপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো:জায়েদুর রহমান, সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, একই গ্রামের মৃত দানেস উদ্দিন তালুকদারের পুত্র মোহাম্মদ কিরণ তালুকদার, মৃত আব্দুল জব্বার তালুকদারের পুত্র মোহাম্মদ জাহাঙ্গীর তালুকদার, মৃত হোসেন আলীর পুত্র মো: দুলাল মিয়া, মৃত মইজুদ্দিনের পুত্র মো: আরশেদ আলী, মৃত কছম উদ্দিনের পুত্র মোহাম্মদ মানিক মিয়া, মোঃ ফারুক মিয়া, মৃত মইনুদ্দিনের পুত্র মো: এন্টেস মিয়া, মৃত মসরব আলীর পুত্র মো: আবুল বাশার, মৃত মাইনুদ্দিনের পুত্র মোহাম্মদ সিদ্দিক মিয়া, হাবিবুল্লাহর পুত্র মোহাম্মদ নুরুজ্জামান, মোঃ আব্দুল ওয়াদুদ মাস্টারের পুত্র মোহাম্মদ কুদ্দুস মিয়া, মৃত আছির উদ্দিনের পুত্র বাবুল মিয়া, মৃত বাবর আলীর পুত্র মোহাম্মদ মোক্তার উদ্দিন, মৃত ফয়েজ উদ্দিন মোঃ সামছুল হক, পার্শ্ববর্তী মহিশ্বরণ গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য বদরুল আলম রুয়েল, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ মানিক মিয়া।
এছাড়াও পার্শ্ববর্তী অন্যান্য গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।