নব নির্বাচিত কেন্দ্রীয় যুবদলের নেতাদের শুভেচ্ছা জানিয়ে গৌরীপুরে আনন্দ মিছিল
- আপডেট সময় : ০২:১১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন : ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের উদ্দ্যোগে বুধবার (১০ জুলাই/২৪) গৌরীপুর পৌর শহরে নব নির্বাচিত কেন্দ্রীয় যুবদল নেতা মুন্না- নয়নদের শুভেচ্ছা ও সমর্থন জানিয়ে আনন্দ মিছিল করেছে। ময়মনসিংহ জেলা উত্তর যুবদলের সভাপতি শামছুল হক (ভিপি শামছু)র নেতৃত্বে মিছিলে অংশ নেয় জেলা যুবদলের সহ সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সানোয়ার হোসেন খান, এড. আজিজুল হাই সোহাগ, সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, ইলিয়াস উদ্দিন মৃধা, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, আল আমিন, শিল্প সম্পাদক মোজাম্মেল হক রাছেল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ বদরুজ্জামান, যুবনেতা সাহেব আলী, এম এ শাহজাহান, রফিকুল ইসলাম, নাজমুল হক, রোকনুজ্জামান, শমসের আলী, শফিক, আবুল খা, মিলন, শহীদ, মিজান, আনোয়ার, বেগ মোস্তাকিম, মাসুদ রানা, খোকন, মজনু, রাছেল প্রমুখ।
উক্ত মিছিলে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাওয়া হয়। সেই সাথে নব নির্বাচিত যুবনেতাদের বলিষ্ট কার্য্যক্রমে সকলেই এক সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।