গৌরীপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০১:০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় সীমিত পরিসরে শনিবার (২৭ জুলাই/২৪) গৌরীপুরে ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশেষ র্যালী করে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সোহেল রানার নেতৃত্বে র্যালীটি গৌরীপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ও র্যালী শেষে তারা বঙ্গবন্ধু চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে।
পুষ্পস্তবক অর্পণ শেষে স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভার শুরুতে গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম মাসুদুর রহমান শুভ্র ও মরহুম রাকিবুল ইসলাম রাকিবের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।
নিরবতা পালন শেষে আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ সুলতান জনির সঞ্চালনায় ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ফারুক মিয়া, সাব্বির ইসলাম অমিত, মো: জাইদুল ইসলাম, মো: রুমন মিয়া, দিদারুল ইসলাম দিদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হাসান মাসুদ, সাধারণ সম্পাদক আল হোসাইন।
এ সময় আরও বক্তব্য রাখেন, মইলাকান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: এনামুল হক, সাধারণ সম্পাদক মো: রতন মিয়া, গৌরীপুর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, অচিন্তপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক শওকত উসমান তালুকদার, মাওহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আঞ্জুমান আঞ্জু, সাধারণ সম্পাদক আহাম্মদ হোসেন সোহেল, সহনাটী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শামীম আহাম্মদ, বোকাইনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রাসেল আহমেদ, রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুর রউফ, যুগ্ম আহ্বায়ক আল আমিন, মামুন মেম্বার, ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম, যুগ্ম আহ্বায়ক হোসাইন মাহমুদ, কাজী সোহেল, ভাংনামারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ, নেজামুল হক সোহেল, সিধলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফেরদৌস আহমেদ শাকিল, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
আলোচনা শেষে দলের সকল নেতৃবৃন্দের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।