রাঘবপুর রহমানিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন : ময়মনসিংহের সদর উপজেলায় অবস্থিত রাঘবপুর রহমানিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অডিটোরিয়ামে সোমবার (১২আগস্ট/২৪) ২০২৪ সনের আলিম ১ম বর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্টানের আরবী প্রভাষক তাজুল ইসলাম এর সঞ্চালনায় অধ্যক্ষ মাওলানা আশরাফ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও জিকেপি কলেজের প্রতিষ্ঠাতা লায়ন ড. মো: সিরাজুল ইসলাম। নবীন বরণ অনুষ্ঠানে আলিম ২য় বর্ষের ছাত্রছাত্রীরা নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন।
বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হযরত আলী হাবিবী, আরবী বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মাওলানা নুরুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক রোমানা সুলতানা, বাংলা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক তানজিনা আক্তার, আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা মো: আজিজুল হক, আরবী প্রভাষক মো: জামান হোসাইন,
সিনিয়র সহকারী শিক্ষক মো: সাইদুল হক, শিক্ষক প্রতিনিধি ও সিনিয়র সহকারী শিক্ষক মো: হারুন অর রশিদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য সুরুজ আলী মন্ডল, সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। দ্বীনি শিক্ষা ও নৈতিক গগান অর্জন করে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।
অনুষ্ঠান শেষে সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা হযরত আলী হাবীবী।