গৌরীপুরে আ’লীগ সরকারের আমলে গঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল।
- আপডেট সময় : ০৩:১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ১১ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন: ময়মনসিংহের গৌরীপুরে আ’লীগ সরকারের আমলে গঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল,কলেজ,মাদরাসা) ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে রোববার (১৮আগস্ট/২৪) বিক্ষোভ মিছিল ও গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র নিকট স্মারকলিপি পেশ করা হয়।
এসময় বক্তরা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে যেসকল শিক্ষ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচিত হয়েছে তা সব দলীয় করণের ভিত্তিতে হয়েছে। এরা বিভিন্ন স্কুল কলেজ মাদরাসার উন্নয়ন না করে লুটতরাজে ব্যস্ত। অবিলম্বে এসব কমিটি ভেঙ্গে মেধার ভিত্তিতে ও বিধি মোতাবেক কমিটি গঠন করতে হবে। এসব অবৈধ ও দুর্নীতিবাজ কমিটির নিয়োগও বাতিল করতে হবে।
বিক্ষোভ মিছিলের পর সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মো. হাবিবুল ইসলাম খান শহিদ, গৌরীপুর পৌর বিএনপির সাবেক আহ্ববায়ক আলী আকবর আনিছ, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, সাবেক কাউন্সিলার আরিফুল ইসলাম ভূইয়া এনাম, উত্তর জেলা যুবদলের সহসভাপতি শহিদুল হক মিল্টন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্ববায়ক মোখলেছ উদ্দিন জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্ববায়ক শাহিন আলম তারা, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্ববায়ক সৈকত হোসেন নাদিম , মো. আসাদ, আজিজুল হক, আল আমিন ভূইয়া প্রমুখ।