গৌরীপুরে বাংলাদেশ স্কাউটস’র কমিটি গঠন, সভাপতি ইউএনও শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম
- আপডেট সময় : ০২:০০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিনঃ ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ স্কাউটস্ এর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬সেপ্টেম্বর/২৪) উপজেলা পরিষদ পাবলিক হলে অনুষ্ঠিত এ সম্মেলনে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদকে সভাপতি ও অচিন্তপুর ইউনিয়নের এম আর করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়।
ত্রিবার্ষিক এ সম্মেলনে ইউএনও মোঃ শাকিল আহমেদ’র সভাপতিত্বে ও গড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম’র সঞ্চালনায় বিগত ৩বছরের কার্যক্রম তুলে ধরেন বিদায়ী কমিটির উপজেলা স্কাউটস্ সম্পাদক দেওয়ান কামরুল হাসান। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহাদাত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আর বেগম, স্কাউটস্ কমিশনার আমজাদ হোসেন, ইসলামাবাদ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক।
কমিটির অন্যরা হলেন সহসভাপতি সুনন্দা সরকার প্রভা, মো. শাহাদাত হোসেন, মো. রুকুন উদ্দিন, মো. আজিজুল হক, শাহিদা ইয়াসমিন, কমিশনার আঞ্জুমান আরা বেগম, কোষাধ্যক্ষ মোকছেদুর রহমান, যুগ্ম সম্পাদক নয়ন কুমার দাস, গ্রুপ সভাপতির প্রতিনিধি আব্দুল মজিদ তালুকদার, শাহ মো. আশরাদুল হক, সুলতানা রাজিয়া, আমিনুল হক, সহকারী কমিশনার মো. আনোয়ারুল ইসলাম, জিনাত মাসরুবা ফাতেমা, মো. মিজানুর রহমান, মো. মুরাদ হোসেন, মো. ছাইয়েদুল হক, শেখ মো. আব্দুর বারি, মো. হাবিবুর রহমান, স্কাউট লিডার রহমত উল্লাহ, কাব লিডার রাজিব আহমেদ, সহকারী লিডার ট্রেইনার বিদ্যুৎ কুমার নন্দী, এস এম এমরান সোহেল, সহযোগী সদস্য আমিরুল মোমেনীন, মো. রফিকুল ইসলাম, মো. মোজাম্মেল হক, মো. তরিকুল ইসলাম, অডিটর মো. দেওয়ান কামরুল হাসান, মো. মিজানুর রহমান, মো. আব্দুল মান্নান