গৌরীপুরে শিক্ষক অপসারণের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন
- আপডেট সময় : ০৩:৫৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
কাজী আব্দুল্লাহ আল আমিন, গৌরীপুর ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরফুল হায়দার বিদ্যুৎ’র অপসারণের দাবিতে বৃহস্পতিবার (৩অক্টোবর/২৪) সকল শিক্ষার্থী ক্লাস বর্জন করেছে। সরেজমিনে গিয়ে জানা গেছে উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরফুল হায়দার বিদ্যুত যোগদানের পর থেকে কোনোদিন ক্লাস নেয়নি, মাসে একবার এসে সারা মাসের হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যায়।কখনো বা মাসের পর মাস মেডিকেল ছুটি দেখিয়ে অনুপস্হিত থাকে,মুক্তিযোদ্বা কোটায় চাকরী করায় সব সময় প্রভাব হুমকি ধামকি,স্কুলে প্রকাশ্যে ধুমপান করে।এসব অভিযোগ একাধিকবার উর্দ্বতন কর্তৃপক্ষকে জানালেও কোন সুরাহা হয়নি।তার বিরুদ্বে ৫ সেপ্টেম্বর/২৪ এলাকাবাসী ও অভিভাবকরা জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করে। ১৮ সেপ্টেম্বর তদন্তে আসলে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন ও বিক্ষোভ করে।এই সংবাদটি বেশ কয়েকটি পত্রিকা ও অনলাইনে প্রকাশিত হয়। অভিভাবকরা জানান উক্ত শিক্ষককে বরখাস্ত ও সহকর্মীদর বদলী না করা পর্যন্ত আমরা সন্তানদের স্কুলে পাঠাবো না। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষকের মুঠোফোনে একাধিকবার কল দিলে বন্ধ পাওয়া যায়। গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আন্জুমান আরা বলেন, ”আমরা অভিযোগের তদন্ত করে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর প্রেরণ করেছি।