ইউপি সদস্য পদ বহালের দাবিতে গৌরীপুরে মানববন্ধন

- আপডেট সময় : ১০:৪০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে
-
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়নের সদস্যবৃন্দ বৃহস্পতিবার (১৭অক্টোবর/২৪) তাদের সদস্য পদ বহালের দাবিতে গৌরীপুর উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা কোনো রাজনৈতিক প্রতীক নিয়ে নির্বাচন করিনি।জনগণের প্রকৃত ভালোবাসা ও জনসমর্থন নিয়ে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। একজন সদস্য রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এলাকার কিছু উঠতি বয়সী যুবক রয়েছে যারা বিভিন্ন রকম নেতিবাচক কাজে জড়িয়ে পড়ে। তাদেরকে সেসকল অপকর্ম থেকে ফিরিয়া আনাসহ এলাকার বাল্যবিয়ে, মাদক রোধে আমরা কাজ করে যাচ্ছি।
এছাড়াও সামাজিক সালিশের মাধ্যমে ছোটোখাটো বিষয়ে খুব সহজেই আমরা নিষ্পত্তি করি।
এসময় গৌরীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সদস্যদের একটাই বক্তব্য, যাতে তাদের সদস্যপদ কোনো ভাবেই বাতিল না হয়। মানববন্ধন শেষে তারা উপরোক্ত বক্তব্য উল্লেখ করে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ’র কাছে একটি স্মারক লিপি প্রদান করে।