সংবাদ শিরোনাম :
গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম ফকিরের পাশে বিএনপি নেতা হাফেজ আজিজুল হক।
মোখলেছুর রহমান
- আপডেট সময় : ০৫:৫১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
- মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম ফকিরের পাশে দাঁড়িয়েছেন গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফেজ আজিজুল হক। শুক্রবার (১নভেম্বর/২৪) বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে নিয়ে ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া বাজারের পাশে আবুল কালাম ফকিরের বাড়িতে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাকে অর্থনৈতিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এ সময় হাফেজ আজিজুল হক বলেন, আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা আবুল কালামকে একটা চোখ হারাতে হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে কালামের উপর আক্রমণকারীদের গ্রাফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। আবুল কালাম দলের জন্য একজন নিবেদিত প্রাণ। তার মতো এমন দক্ষ কর্মী একটি দলের সম্পদ বলা যায়। আবুল কালামের মতো আর কারও যাতে এমন ক্ষতির সম্মুখীন হতে না হয় এ বিষয়ে হাফেজ আজিজুল হক গৌরীপুর উপজেলা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিষেষ অনুরোধ জানান।
- এ সময় তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা গৌরীপুরের সকল ত্যাগী নেতাকর্মীদের খোঁজ খবর নিচ্ছি। বিএনপির দুর্দিনে যারা আমাদের পাশে ছিলো দল অবশ্যই তাদের মূল্যায়ন করবে।