কুমিল্লায় হাসিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন
- আপডেট সময় : ১২:৩৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ২৭ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিন : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের কাউরাট গ্রামের বাসিন্দা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় রবি আজিয়াটা টাওয়ারের নিরাপত্তা কর্মী আবুল হাসিম (৬৫) খুনের আলোচিত মামলাটি দ্রুত বিচার ট্রাইবুন্যালে স্থানান্তর, খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গৌরীপুর পৌর শহরের হারুন পার্কের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
গত ১৯অক্টোবর/২৪ সকালে আবুল হাসিমের হাত-পা ও চোখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার দুইদিন পর নিহতের ছেলে মনোয়ার হাসিব মামুন বাদী হয়ে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন। মামলা নং ২৫, তারিখ: ২১.১০.২৪ ইং।
সোমবার (১১ নভেম্বর/২৪) বিকালে গৌরীপুর উপজেলার সর্বস্তরের জনগণ ও এসএসসি ৯৮ ব্যাচের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আবুল হাসিমের বড় ভাই মোঃ আলী হায়দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মামলার বাদী নিহতের বড় ছেলে মনোয়ার হাসিব মামুন, গৌরীপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সিনিয়র সদস্য কাজী আব্দুল্লাহ আল মামুন, নিহতের ভাতিজা আরিফ আহম্মেদ, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া, গৌরীপুর ৯৮ ব্যাচের বন্ধু মোঃ বদরুজ্জামান বদর প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- আবুল হাসিমের ছোট ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুল হেলিম, গৌরীপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হায়দার রবিন, নিহতের মেয়ে হেপি, শিপু, ছোট ছেলে সিয়ামসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন- রবি আজিয়াটা ও সিকিউরিটি কোম্পানি আইএসএসএল- এর নিষ্ক্রিয়তাই প্রমাণ করে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন তাঁরা চায় না। কিন্তু এই মানববন্ধন থেকে তাদের হুশিয়ার করে বলতে চাই, অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার না হলে গৌরীপুর রবি সিম বয়কটের ডাক দেয়া হবে। প্রয়োজনে কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করা হবে।
মামলার বাদী মামুন বলেন- শুরু থেকেই চৌদ্দগ্রাম থানার পুলিশ তাদের অসহযোগিতা করছে, খুনিদের আড়াল করার চেষ্টা করছে, প্রায় ১ মাস হলেও আজও হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।
অভিযোগের বিষয়ে শুনে ক্ষিপ্ত হয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তারুজ্জামান বলেন- এ বিষয়ে কথা বলতে তিনি বিরক্তবোধ করছেন।