সংবাদ শিরোনাম :
গৌরীপুরে সেনা অভিযানে আ’লীগের ২ কর্মী আটক
মোখলেছুর রহমান
- আপডেট সময় : ১২:৪৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন: ময়মনসিংহের গৌরীপুর যৌথ বাহিনীর অভিযানে বিশৃঙ্খলার চেষ্টাকালে আওয়ামীলীগের ২ কর্মীকে আটক করে হয়েছে।
জানা গেছে, ১২ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে গৌরীপুর বাসস্ট্যন্ড রেল ক্রসিং এলাকায় আওয়ামী লীগের কিছু লোক নাশকতার পরিকল্পনায় সংগঠিত হচ্ছিল । গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে।
অভিযানে নান্দাইল উপজেলার নবিয়াবাদ গ্রামের মৃত মোসলেম উদ্দিনের পুত্র কাসেম (৪৫), সিংরাইল গ্রামের স্বপন মিয়ার পুত্র মোঃ সাগর মিয়া (১৯) কে আটক করে। এ সময় উপস্হিত বাকি নেতা কর্মীরা পালিয়ে যায়।
অভিযানটি যৌথভাবে পরিচালনা করেন মেজর ইশরাক ও গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মাযহারুল আনোয়ার।
এ ব্যাপারে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত মির্জা মাযহারুল আনোয়ার বলেন, জিজ্ঞাসাবাদ চলছে কাল আদালতে প্রেরণ করা হবে।