সংবাদ শিরোনাম :
গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন
মোখলেছুর রহমান
- আপডেট সময় : ০২:৫০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন: ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বৃহস্পতিবার (১৪নভেম্বর/২৪) কলেজ প্রাঙ্গণে প্রায় পয়ত্রিশ প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনিরুল ইসলাম।
প্রভাষক সেলিম আল রাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৃক্ষ রোপন কমিটির আহ্বায়ক প্রভাষক সৌমিত্র চন্দ্র দাস। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাসুদা আক্তার, শারমিন রহমান, রোকেয়া বেগম, নূরঝুমা, প্রভাষক তরিকুল ইসলাম, আনোয়ার হোসেন, মাহবুবুর রহমান, তাহামিনা আক্তার, মো. রাকিবুল হাসান, নজরুল ইসলাম, শামীমা আক্তার, আব্দুল্লাহ আল মামুন, নূরুল্লাহ মুত্তাকী, রাইসুল ইসলাম, শারমিন সুলতানা, সানোয়ার জাহান, কবিরুল আলম, শরীরচর্চা শিক্ষক নাদিরা জামান, লাইব্রেরিয়ান মো: কামাল হোসেন প্রমুখ।