অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর প্রতিদিন :
ময়মনসিংহের গৌরীপুরের কৃতি সন্তান ময়মনসিংহ জনতা ব্যাংক মহিলা শাখার প্রিন্সিপাল অফিসার আহছান উদ্দিনকে সভাপতি ও গৌরীপুর জনতা ব্যাংকের ব্যবস্থাপক এ এইচ এম এরশাদুজ্জামান কবিরকে সাধারণ সম্পাদক করে ময়মনসিংহ অঞ্চল জনতা ব্যাংক জাতীয়বাদী অফিসার কল্যাণ সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আবেদীন সেলিম ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।
কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মো. মুখলেছুজ্জামান, সহসভাপতি জহুরুল হক সেলিম, মো. ইলিয়াস হোসাইন তালুকদার, সোহেল রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খন্দকার, ফয়সাল হোসাইন, হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ ইকবাল, সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, প্রচার সম্পাদক সাইম মাহমুদ, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম পারভেজ, অর্থ সম্পাদক জাকির হোসাইন, ক্রীড়া সম্পাদক আবু সাঈদ সোহাগ, আইন সম্পাদক আরিফ রব্বানী, ধর্ম সম্পাদক আমীর হামজা, মহিলা সম্পাদক উম্মে সালমা, সমাজসেবা সম্পাদক মো. মোহসীন, মানবাধিকার সম্পাদক আলমগীর খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাসুদ হাসান, নির্বাহী সদস্য ধীমান ঘোষ, মফিউল হক, মাহবুবুল ইসলাম, নাফিস আহমেদ, মোজাম্মেল হক, আবু জাফার আবরারুল হক। সংগঠনের সাধারণ সম্পাদক এ এইচ এম এরশাদুজ্জামান কবির জানান, ২৮ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।