গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বিদায় সংবর্ধনা
- আপডেট সময় : ১১:৪৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর প্রতিদিন :
ময়মনসিংহের গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. ঈমান আলী ও ডা. মো. মজিবুর রহমান খানের অবসর গ্রহণ উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২২ নভেম্বর/২৪) স্বজন সমাবেশ মিলনাতয়নে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ীদের ক্রেস্ট ও উপঢৌকন তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক ডা. দিবাকর সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ ডা. মো. নূরুল আমিন। সঞ্চালনা করেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা আলহাজ¦ ডা. এ কে এম মাহফুজুল হক। অনুভূতি প্রকাশ করেন অবসরপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. ঈমান আলী ও ডা. মো. মজিবুর রহমান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা সংগঠনের সিনিয়র সহসভাপতি ডা. মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ডা. মো. সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক ডা. মো. সাব্বির হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির উপপ্রচার সম্পাদক মো. রইছ উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন ডা. নূরে আলম সিদ্দিকী, ডা. শেখ মো. আবু সুফিয়ান, ডা. সাগর দেব, ডা. আব্দুল্লাহ আল বাকী, ডা. আমিনূল হক, ডা. মিজানুর রহমান মিজান, ডা. মোহাম্মদ আকতার হোসেন, ডা. মো. মিজানুর রহমান, ডা. মো. ইসহাক উদ্দিন প্রমুখ।