গৌরীপুরে ইউএনও’র উদ্যোগে ‘অচল হাত; সচল হলো!
- আপডেট সময় : ০২:৪৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন :
ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর/২০২৪) উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ভিক্ষুক পুর্নবাসনের আওতায় গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের নওয়াগাও গ্রামের তোতা মিয়াকে দোকান ঘর ও দোকানের মালামাল উপহার প্রদান করা হয়। আনুষ্ঠানিকভাবে উপকরণ হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আয়ুব।
ইউএনও মো. শাকিল আহমেদ বলেন, প্রত্যেকটি মানুষের অচল হাতকে আমরা সচল করতে চাই। ভিক্ষাবৃত্তি কখনও কাম্য নয়। সেই লক্ষ্যে প্রত্যেক ভিক্ষুককে পুনর্বাসন কর্মসূচীর আওতায় নতুন কর্মসংস্থান করে দেয়া হয়েছে। তোতা মিয়াদের মতো সকলকে স্বাবলম্বী করা হবে। ওরাও নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।
উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আয়ুব বলেন, উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন আওতায় অটোরিকশা উপহার দেয়া হয়েছে রামগোপালপুর ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের মোকমিনা খাতুন, গৌরীপুর ইউনিয়নের পালান্দর গ্রামের আমিনা খাতুন, ডৌহাখলা ইউনিয়নের সিংজানী গ্রামের আবুল কাশেম, গাভী উপহার দেয়া হয়েছে মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামের আনিছুর রহমান ও বোকাইনগর ইউনিয়নের মামুদনগর গ্রামের হেলেনা বেগমকে। সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচী চলমান রয়েছে।