গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খুন : বিচারের দাবিতে বিক্ষোভ
- আপডেট সময় : ০১:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরী’র লাশ শুক্রবার (৬ ডিসেম্বর/২৪) রাতে নিজ বাড়িতে পৌঁছে। জানাযা শেষে পারিবারিক কবরাস্থানে তার লাশ দাফন সম্পন্ন হয়েছে। তিনি উপজেলার ডৌহাখলা ইউনিয়নের বাসাটি গ্রামের মৃত আবুল কাসেমের পুত্র। হত্যাকাণ্ডের ঘটনায় বিচারের দাবিতে শুক্রবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরাফাত রহমান খুকু ফুটবল টুর্নামেন্টের সময় ডৌহাখলা উচ্চ বিদ্যালয় মাঠে গাড়ি রাখাকে কেন্দ্র করে গত বুধবার (২৭ নভেম্বর/২৪) বাকবিতন্ডার এক পর্যায়ে দুর্বৃত্ত্বরা সোহাগ চৌধুরীর ওপর হামলা চালায়। চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর/২৪) রাতে সাড়ে ১১টায় মৃত্যু বরণ করেন। এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মীর্জা মাযহারুল আনোয়ার শনিবার (সন্ধ্যা ৭টায়) জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, হাফেজ আজিজুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা বদরুজ্জামান জামান, ময়মনসিংহ উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জোনায়েদ খান পাঠান সাব্বির প্রমুখ।
অপরদিকে হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের শনিবার (৭ ডিসেম্বর/২৪) ডৌহাখলা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ডৌহাখলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব চৌধুরী। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদ আশিক মন্ডল। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জোনায়েদ খান পাঠান সাব্বির, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনোয়ার ইসলাম, গৌরীপুর ইউনিয়নের সভাপতি সুমন মিয়া, অচিন্তপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মো. জয় মিয়া, মাওহা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাকিম ফকির, ডৌহাখলা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি গোলাপ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রবিন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক হৃদয় চৌধুরী, দপ্তর সম্পাদ রুবেল মিয়া প্রমুখ।