অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর প্রতিদিন ॥
গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, গায়েবি মামলাসহ পতিত সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গুমের শিকার সকল নেতা-কর্মী ও নাগরিকদের মুক্তির দাবি জানানো হয়।জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার(১০ডিসেম্বর) গৌরীপুর সরকারি কলেজ ফটকের সামনের সড়কে উপজেলা, পৌর ও গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, আমাদের দলীয় নেতা-কর্মী সহ যেসকল নাগরিক গুমের শিকার হয়েছেন তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। পাশাপাশি স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম হত্যকাণ্ড এবং দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের ঘটনায়ও যথাযথ বিচারের দাবি জানাচ্ছি।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জিকু সরকার। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক। কর্মসূচিতে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নুরুজ্জামান সোহেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, মহিউদ্দিন তালুকদার আকাশ, জাহাঙ্গীর আলম মিলন, সদস্য তৌহিদুল ইসলাম সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক জামাল হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিম, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা আনোয়ারুল হক শাওন, শাহীন আলম, সৌরভ সরকার, আশিকুর রহমান বোকাইনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান আলিফ প্রমুখ।###