গৌরীপুরের নবাগত ইউএনও’র সাথে হাফেজ মোহাম্মদ আজিজুল হকের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ০৩:০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ২১ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নবাগত ইউএনও এম. সাজ্জাদুল হাসান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র সদস্য হাফেজ মোহাম্মদ আজিজুল হক।
সৌজন্য সাক্ষাতকালে হাফেজ মোহাম্মদ আজিজুল হক নবাগত ইউএনওকে গৌরীপুরে স্বাগত জানিয়ে বলেন, আমাদের গৌরীপুরের মানুষ সরকারের সকল উন্নয়নমূলক কাজে সার্বিক সহযোগিতা করে আসছে এবং আপনার বেলায়ও তাই হবে। যেকোনো প্রয়োজনে আমাদের ডাকলে আমরা আপনার ডাকে শীঘ্রই সাড়া দেবো।
পরিশেষে গৌরীপুরের মানুষের উন্নয়নের আশা করে হাফেজ মোহাম্মদ আজিজুল হক নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য এস এম দুলাল, উপজেলা বিএনপির নেতা ডা সাফি, উত্তর জেলা যুবদল নেতা উসমান গনি তান্না, ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খুররম খাঁন, ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মন্ডল, আঃ সালাম, আহাদ প্রমুখ।