ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ব্যর্থ করার লক্ষ্যে গৌরীপুরে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
- আপডেট সময় : ০১:৩৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ৯ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিনিধি: ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী যাতে পালিত না হয় সেই লক্ষ্যে শনিবার (৪জানুয়ারি/২৫) গৌরীপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে স্বাধীনতা চত্বরে এক অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুনায়েদ খান পাঠান সাব্বির। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবির হাসান রাহাত।
বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সহ সভাপতি, গৌরীপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির, উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
নুরুজ্জামান সোহেল, ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রত্যয়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান খান, গৌরীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পিয়াস, আরিফুল ইসলাম উদয়, মুসা মুন্সী, ময়মনসিংহ উত্তর জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য হৃদয় পাশা মহসিন, ছাত্রদল নেতা মুস্তাকিম ফকির, শাহ আলম, ইয়াসিন, সজীব চৌধুরী, সুমন মিয়া, রাজন আহমেদ, শাহিন মিয়া, শাহিন আলম, জুবায়ের হোসেন প্রমুখ।