সংবাদ শিরোনাম :
গৌরীপুরে জুলাই/২৪’র বিপ্লবে ৩ শহীদের স্মরণে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোখলেছুর রহমান
- আপডেট সময় : ০১:৩২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ১১ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নে ছাত্রশিবির’র আয়োজনে মাওহা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে শনিবার (১৮জানুয়ারি/২৫) গৌরীপুরের জুলাই গণ-অভ্যুত্থানের ৩ শহীদ “শহীদ জোবায়ের-বিপ্লব-রাকিব” স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের মাওহা উচ্চ বিদ্যালয় “ব্যাচ ২৫” কে ২৬ রানে পরাজিত করে লক্ষ্মীনগর একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ এমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর শাখার যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক এস এম জোবায়ের হোসাইন, গৌরীপুর উপজেলা শাখার কর্ম পরিষদ সদস্য, মাওহা ইউনিয়নের জামায়াতের সভাপতি মাওলানা সুলতান আহমদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সালেহিন কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন গৌরীপুর কলেজ শাখার সেক্রেটারি সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম, মাওহা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ওলিউল্লাহ সহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।