সংবাদ শিরোনাম :
গৌরীপুরে ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রামগোপালপুর’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণঃ

মোখলেছুর রহমান
- আপডেট সময় : ০১:১৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রামগোপালপুর এর উদ্যোগে শনিবার (১৮জানুয়ারি/২৫) রামগোপালপুর পাওয়ার যোগেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ।
সংগঠনের সভাপতি হুমায়ুন কবির হিমুর সভাপতিত্বে মাওলানা রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব সম্পদ উন্নয়ন সোসাইটির(মাসুস) চেয়ারম্যান প্রভাষক এস. এম. জোবায়ের হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর গৌরীপুর প্রতিনিধি সাংবাদিক রইস উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনগুলো রাষ্ট্রের জন্য আশীর্বাদ সরুপ।
স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রামগোপালপুর মানবতার জন্য যে কাজগুলো করছে তা প্রশংসনীয়। সমাজের বিত্তবান লোকদের উচিত এধরণের সামাজিক সংগঠনগুলোর পাশে দাঁড়ানো।
তিনি আরও বলেন, সমাজের সকল মানুষ জ্ঞান, নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ে মানব সম্পদে পরিণত হলে এবং সমাজে জাকাত ভিত্তিক অর্থনীতি ও ইনসাফ প্রতিষ্ঠিত হলে দারিদ্র্য থাকবে না।
এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, যুগ্ন সাংগঠনিক সম্পাদক শফিউল্লাহ, ক্রীড়া সম্পাদক মুক্তাদিন, সহক্রীড়া সম্পাদক তোফায়েল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।###