গৌরীপুরে জাতীয় নাগরিক কমিটির আনন্দ মিছিল, জুলাই আন্দোলনে শহিদ বিপ্লব হাসানের কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ

- আপডেট সময় : ০১:১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন:
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. খলিলুর রহমানের নেতৃত্বে ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে শনিবার (১ মার্চ/২৫) জুলাই আন্দোলনে শহিদ বিপ্লব হাসানের কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও দোয়ার আয়োজন করে। মোনাজাত শেষে নাগরিক কমিটির একটি আনন্দ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. খলিলুর রহমান গৌরীপুর আসায় তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিরা ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।
একটি নতুন বাংলাদেশ বির্নিমাণের অঙ্গিকারে আনন্দশোভাযাত্রা শেষে বক্তব্য রাখেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. খলিলুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনিক মজুমদার শুভ, নূর মোহাম্মদ সিদ্দিকী, তাফসিরুল মাহমুদ নীরব, মঞ্জুরুল ইসলাম, শামীম খান, রিয়াদ হোসেন, জুনাইদ আহাম্মেদ, মাজহারুল আকন্দ, জাতীয় নাগরিক কমিটির মোজাম্মেল হক, তারাকান্দা নাগরিক কমিটির মাসুদ রানা, ঈশ্বরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মো. শিহাব উদ্দিন, সজীব আহাম্মেদ প্রমুখ।