জুলাই বিপ্লবে নিহত শহীদ নূরে আলম সিদ্দিকী রাকিক’র নবজাতক সন্তানের পাশে যুবদল নেতা

- আপডেট সময় : ০২:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ১০ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন : ময়মনসিংহের গৌরীপুর উপজেলাধীন ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়ায় জুলাই বিপ্লবে নিহত শহীদ নূরে আলম সিদ্দিকী রাকিবের নবজাতক কন্যার পাশে রমজানের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিয়ে হাজির হয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত নূরে আলম সিদ্দিকী রাকিব এর নবজাতক কন্যা সন্তান ও তার পরিবারের সার্বিক খোঁজ খবর নেন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শহিদ রাকিবের পরিবারকে মাহে রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী পৌঁছে দেওয়ার সময় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন পাপ্পু রাকিবের কন্যার সার্বিক খোঁজ খবর নেন। ভবিষ্যতে এই কন্যা যাতে কোনো প্রকার বৈষম্যের শিকার না হয় সেজন্য পরিবারের লোকদেরও আশ্বাস দেন।