জাতীয় পরিচয়পত্র পরিষেবা অন্যত্র স্থানান্তরের পরিকল্পার প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

- আপডেট সময় : ০১:১৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ৭ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান গৌরীপুর প্রতিদিন:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পার প্রতিবাদে বৃহস্পতিবার (১৩ মার্চ/২৫) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।
এসময় বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফারুক মিয়া। মানববন্ধনে তিনি বলেন, ”সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হলো নির্ভুল ভোটার তালিকা, ভোটার তালিকা প্রনয়ণ নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব, জাতীয় পরিচয়পত্র হচ্ছে ভোটার তালিকার বাই-প্রোডাক্ট, ভোটার তালিকার ডাটাবেইজ থেকে জাতীয় পরিচয় পত্র জেনারেট হয়। এই ডাটাবেইজ ইসিতে না থাকলে নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা খর্ব হবে। এবং নির্বাচন ব্যবস্থা হুমকির মুখে পড়বে। তাই এ দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে জাতীয় পরিচয় পত্র (এনআইডি) অবশ্যই নির্বাচন কমিশনের অধীন রাখতে হবে।”
এছাড়াও আরো বক্তব্য রাখেন অফিস সহকারী নাজমুর হক, ডাটাএন্ট্রি অপারেটর আবু নাঈম, সুব্রত চন্দ্র সরকার, স্ক্যানিং অপারেটর মো. জহিরুল ইসলাম, মো. মানিক মিয়া, সুবল চন্দ্র অধিকারী প্রমুখ।