গৌরীপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

- আপডেট সময় : ০২:০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা, পৌর বিএনপি এ সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সিধলা ইউনিয়নের তাত্রাকান্দায় শনিবার (১৫মার্চ/২৫) বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। তিনি বলেন, এই ইফতার আমার না। এলাকাবাসী নিজেরা সহযোগিতা করেছেন, তাদের মতো আমিও সহযোগিতা করেছি। জনতার টাকায় আজকে জনগণের ইফতার হচ্ছে। এটাই বিএনপির প্রতি মানুষের ভালোবাসা। এতো সুশৃঙ্খল ইফতার অনুষ্ঠার এর আগে কোথাও দেখি নাই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০নং সিধলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম মাস্টার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, মো. হাবিবুল ইসলাম খান শহিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ, আব্দুর রহমান বাবুল, এমদাদ হোসেন তালুকদার, মাইনুল ইসলাম শাহিন, বিএনপি নেতা জয়নাল আবেদিন খোকন, একদিন হোসেন তালুকদার, এম এ সাত্তার, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বাচ্চু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমএ বাশার ঝুলন, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শোয়েব মুনশী, তাজিজুল ইসলাম রাঙা, যুবদল নেতা তাজিজুল ইসলাম রাঙা, আতাউর রহমান তারা, সাকিব মুনশী প্রমুখ।