সংবাদ শিরোনাম :
গৌরীপুরে এইচএসসি ৯৯’র ২৫বছর পূর্তিতে মিলনমেলা

মোখলেছুর রহমান
- আপডেট সময় : ১১:০০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ২২ বার পড়া হয়েছে
- মোখলেছুর রহমান গৌরীপুর প্রতিদিনঃ
ময়মনসিংহের গৌরীপুরে ‘কাছে কিংবা দূরে বন্ধুত্ব চিরতরে, এসো মিলি প্রাণের উল্লাসে’ এ স্লোগানে এইচএসসি ৯৯’র ২৫বছরপূর্তি উদযাপন উপলক্ষ্যে ক্লাব ৯৭ গৌরীপুরের (এসএসসি ৯৭ ও এইচএসসি ৯৯ ব্যাচের শিক্ষার্থীদের সংগঠন) আয়োজনে বুধবার (১৯ মার্চ/২৫) নেক্সাস পার্টি সেন্টারে বন্ধু-বান্ধবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।
মিলনমেলায় শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বন্ধু আব্দুল হামিদের সঙ্গে কামরুল ইসলামের সাক্ষাত হয় ২৮বছর পর। একে অপরকে পেয়ে আবেগ-আপ্লুত হয়ে পড়েন। জীবন আর সংসার নিয়ে হারিয়ে যাওয়া বান্ধবী শিল্পী আক্তার এই প্রথম শালিহর এম মোতালেব বেগ দাখিল মাদরাসার বন্ধু ও বান্ধবীদের খোঁজে পান এ মিলনমেলায়। দীর্ঘদিনপর এ উৎসবকে ঘিরে স্মৃতিমন্থর করেন অনেকেই। এছাড়াও স্মৃতিচারণ, খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বন্ধু-বান্ধবী এবং প্রজন্ম ৯৭’র সন্তানরা অংশ নেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি ও উচাখিলা কেরামতিয়া মাদরাসার প্রভাষক মো. খায়রুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বক্তব্য রাখেন নেত্রকোনার বন্ধু ডাচবাংলার ব্যাংকের ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, গৌরীপুর পৌর কৃষক দলের সভাপতি গোলাম কাজিয়েল হায়াত শাহী মুনশী, মুক্তিযোদ্ধা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, গিধাউষা কারিগরী বিএম স্কুলের শিক্ষক মো. হারুন মিয়া, গৌরীপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক গোলাম হাচিবেশ শাহিদ মুনশী, ক্লাব ৯৭’র যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক আবু জাফর মো. সাদেক, অর্থ বিষয়ক সম্পাদক শ্যামল ঘোষ, ক্রীড়া সম্পাদক মো. মুরাদ হোসেন, দপ্তর ও প্রকাশনা সম্পাদক মো. ফারুকুল ইসলাম, সহ-দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, প্রচার সম্পাদক মো. আজহারুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার লিপি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুক্তা চক্রবর্ত্তী, সহ-সাংস্কৃতিক সম্পাদক নার্গিস আক্তার, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক ফারুক আহাম্মেদ জোনাক, সাংবাদিক আশিক মাহমুদ, বন্ধু মিন্টু সরকার, সঞ্চিতা ঘোষ, আব্দুল হামিদ, হাসনাত জাহান, সহনাটীর ব্যবসায়ী মো. আলম, অর্জুন কুমার মোদক প্রমুখ।