ময়মনসিংহ নাগরিক সমাজ-মনাস এর আত্মপ্রকাশ

- আপডেট সময় : ০৬:০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন: ১৬ ই মে ২০২৫ শুক্রবার ময়মনসিংহ প্রেস ক্লাব কনফারেন্স রুমে নাগরিক সমস্যা চিহ্নিতকরণ ও তা সমাধানে সোচ্চার ভূমিকা পালনের অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ ঘটেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “ময়মনসিংহ নাগরিক সমাজ-মনাস” নামক একটি সংগঠনের। অনুষ্ঠানে প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ কে আহ্বায়ক ও শামসুদ্দোহা মাসুমকে সদস্য সচিব করে ২৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের আত্মপ্রকাশ ও মতবিনিময় সভায়
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক
অধ্যাপক শেখ আমজাদ আলী, ময়মনসিংহ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন, ময়মনসিংহ মহানগরের জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহিদুল্লাহ কায়সার, ময়মনসিংহ জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী ও ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশন এর সেক্রেটারি মনসুরুল আলম চন্দন প্রমুখ। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সমাজসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।