ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে গৌরীপুরের মাওহায় আনন্দ মিছিল ও সমাবেশ

- আপডেট সময় : ০২:৫১:১০ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন: ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক একেএম সুজাউদ্দিনকে স্বাগতম জানিয়ে গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে সোমবার( ১৯মে/২৫) এক আনন্দ মিছিল ও সমাবেশের অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওহা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ মাস্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওহা ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সদস্য সচিব তানভীর সোহেল,সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম জয়, সঞ্চালনায় ৪নং মাওহা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদুজ্জামান বাপ্পি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মাজহারুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা দেলোয়ার, ৪নং মাওহা ইউনিয়ন ছাত্রদল নেতা মোফাশিল হাসান শাকিব,সাজ্জাদুর রহমান পাপ্পু, নাজমুল হাসান, জুয়েল মিয়া, হৃদয় হাসান আবির প্রমুখ।