ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে অচিন্তপুর ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল

- আপডেট সময় : ০৫:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ২১ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন: ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক একেএম সুজাউদ্দিনকে স্বাগতম জানিয়ে গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, বারবার কারা নির্যাতিত ছাত্রনেতা ও নবগঠিত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ্ ওবায়দুল্লাহ সুমন এবং গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর মিসু, কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের একনিষ্ঠ কর্মী রাসেল মিয়া, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম আকমল, উত্তর জেলা ছাত্রদল নেতা আকাশ ফরাজী,অচিন্তপুর ইউনিয়ন ছাত্রদল নেতা রিফাত,গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা সিয়াম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, নুরুজ্জামান সোহেল হচ্ছে গৌরীপুরের কৃতিসন্তান,রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব। তার এ পদ যথাযোগ্য। এছাড়াও ফুলপুরের কৃতি সন্তান সুজাউদ্দিন আল আজাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান,দেশনায়ক জনাব তারেক রহমান,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান রাকিবুল ইসলাম রাকিব ও সংগ্রামী সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে কৃতজ্ঞতা জানায় ৩নং অচিন্তপুর ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।