গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ‘নজরুল স্মরণ’

- আপডেট সময় : ০৩:৩৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন:
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের বর্ণাঢ্য আয়োজনে রোববার (২৫ মে/২০২৫) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়।
সংগীত পরিবেশন করেন আমিরুল মোমেনীন, একেএম মাজহারুল ইসলাম পলাশ, গোপা দাস, মাহমুদা আক্তার, অনামিকা সরকার, চায়না রানী সরকার, ইসরাত জাহান রেখা, পৃথা সরকার পায়েল, তিথী সরকার, সূচী সরকার, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি। যন্ত্র সংগীতে ছিলেন স্বপন সরকার ও প্রমিত সরকার। কবিতা আবৃত্তি করেন, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা প্রভাষক মোখলেছুর রহমান, নাদিরা জামান পান্না, শামীমা খানম মীনা, ফাহিম শাহরিয়ার জয়, সংহিতা সরকার, মেহনুভা বিনতে মাজহার রূপকথা, রিজবান রাজি তিহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। বক্তব্য রাখেন ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম গোলাম, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের সদস্য সচিব মোখলেছুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উপজেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উজ্জল সরকার, গৌরীপুর রক্তদান ফাউণ্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, গৌরীপুর পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, প্রতিভা মডেল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোমায়রা শাহরিন তুলি, উপজেলা স্বজনের সহসম্পাদক মাহমুদা আক্তার রিপা, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া প্রমুখ।