গৌরীপুরে সাবেক শিক্ষার্থীদের ইদ পুনর্মিলনীর ও প্রতিষ্ঠাকালীন শিক্ষকদের সংবর্ধনা

- আপডেট সময় : ০১:৫১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫ ২ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা রামগোপালপুর ইউনিয়নের গুজিখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী ও প্রতিষ্ঠাকালিন সাবেক শিক্ষকদের রবিবার (৮জুন/২৫) সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক জাহানারা বেগম, সাবেক সহকারী শিক্ষক, জনাব আব্দুল বারী, জনাব জসিম উদ্দিন, জনাব হাজী ইমাম হোসেন’র সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চান্দেরসাটিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম।
সঞ্চলনায় ছিলেন, গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল মিয়া। উক্ত অনুষ্ঠানে স্মৃতিচারণ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ পরিচালক মোঃ মোন্তাছির হাসান পলাশ, নেত্রকোনা পলিটেকনিক্যাল ইন্সটিটিউট’র সিনিয়র ইনস্ট্রাক্টর হারুন অর রশিদ
সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম, নবদূত বিদ্যানিকেতন কিন্ডারগার্টেন এর পরিচালক আব্দুর রাজ্জাক সব্দুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আইনুল, গুজিখাঁ কেরামতিয়া জামে মসজিদ’র খতিব ও রাঘবপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক মুফতি এখলাছ উদ্দিন নূরী।
আয়োজকদের পক্ষে বক্তৃতা রাখেন, মোঃ আলমগীর হোসাইন, আসাদুল্লাহ আল রাহাদ, আরিফুল হক আরিফ, হাদিউল ইসলাম রতন, মোঃ উজ্জ্বল মিয়া, প্রমুখ।