সংবাদ শিরোনাম :
গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী/২৫’র বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:১৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ২০ বার পড়া হয়েছে
সেলিম আল রাজ, গৌরীপুর প্রতিদিন
ময়মনসিংহের গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে বুধবার (১৮জুন/২৫) এইচএসসি পরীক্ষার্থী/২৫’র বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নিং বডি সভাপতি ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী তানজীন চৌধুরী লিলি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. সেলিম। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. মাহবুবুল আলম খান। মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ড. মো. হারুনুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক রাসেল আহমেদ সুমন, অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. আব্দুল ছিদ্দিক, নুরুল আমিন খান পাঠান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ও গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শারমিন রহমান, মোহাম্মদ মনিরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি প্রভাষক মোহাম্মদ শাহজাহান সিরাজ, প্রভাষক মো. রাকিবুল হাসান, মো. ফয়জুর রহমান, মোস্তাকিম, দিলরুবা ইয়াসমিন, শারমিন সুলতানা, প্রদর্শক আব্দুল আলিম খান, শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান পান্না প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নজরুল ইসলাম।