সংবাদ শিরোনাম :
গৌরীপুরে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

মোখলেছুর রহমান
- আপডেট সময় : ০৪:৪৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ১১ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৫নং সহনাটি ইউনিয়নের যোগীডাঙ্গুরি গ্রামের বাচ্ছু মিয়া ও আফরোজা দম্পতির জমজ পুত্র সন্তানের একজন যোগীডাঙ্গুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র”সাব্বির মিয়া(৮)” বৃহস্পতিবার (২৬ জুন/২৫) বেকাল ৪.৩০ টার সময় বজ্রপাতে মৃত্যুবরণ করে।
জানা যায় ৪ টায় স্কুল ছুটির পর বাড়িতে গেলে তার মা ও দুই সন্তান তাদের পালিত হাঁস আনতে বৃষ্টির মধ্যেই বাড়ির পাশে মাঠে যান। সেখানে গেলে দুই জমজ সন্তান দুই দিকে এবং মা আরেকদিকে গিয়ে হাঁস আনার সময় হঠাৎ বজ্রপাত হয়।বজ্রপাতে সাব্বির ঘটনাস্থলেই নিহত হয়।একটু দূরে অবস্থান নেওয়া মা ও আহত ভাই আবির বজ্রপাতের শব্দে জ্ঞান হারায়।পরে স্থানিয় এলাকাবাসী ঘটনা দেখতে পেয়ে সাব্বিরকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।