সংবাদ শিরোনাম :
সিএনজি চালক সাইফুল ইসলাম’র জানাজায় হাজার হাজার মানুষের ঢল

মোখলেছুর রহমান
- আপডেট সময় : ০৪:৩২:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন : ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুতায়িত হয়ে সাইফুল ইসলাম (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৮নভেম্বর/২৪) উপজেলার সহনাটি ইউনিয়নের সহনাটি গ্রামে। সে একই গ্রামের আব্দুল হাই মুন্সীর পুত্র এবং পেশায় একজন সিএনজি চালক।
সাইফুল ইসলামের চাচা মো. কিতাব আলী জানান, ঘটনার দিন সকালে সাইফুল বৈদ্যুতিক মটরের সাহায্যে বাড়ির সামনের ছোট একটি পুকুর সেচে মাছ ধরে। মাছ ধরা শেষে বৈদ্যুতিক তার ঘুচানোর সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করায় সে বিদ্যুায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এক শিশুর চিৎকারে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। সাইফুল ইসলামের পিতা আব্দুল হাই মুন্সী ও ইউপি মেম্বার আবুল কাসেম রতন বিষয়টি নিশ্চিত করেন।
গৌরীপুর থানার ওসি মীর্জা মাযহারুল আনোয়ার বলেন, এ বিষয়ে কোন অভিযোগ নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
গৌরীপুর থানার ওসি মীর্জা মাযহারুল আনোয়ার বলেন, এ বিষয়ে কোন অভিযোগ নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে সোমবার রাত ৯টায় মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে হাজার হাজার মানুষের ঢল নেমে আসে।