সংবাদ শিরোনাম :
গৌরীপুরে সাংবাদিক শেখ আব্দুর রহমান’র মৃত্যুবার্ষিকী পালন

মোখলেছুর রহমান
- আপডেট সময় : ০১:৫৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন :
ময়মনসিংহের গৌরীপুরের বিশিষ্ট সাংবাদিক ও সংবাদপত্র এজেন্ট বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী শুক্রবার (৬ ডিসেম্বর/২৪) পালন করা হয়। এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় পারিবারিকভাবে ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে কবর জিয়ারত, দোয়া-মাহফিলের আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান ১৯৭৭ থেকে ২০১২ সন পর্যন্ত সাংবাদিকতার পাশাপাশি ময়মনসিংহের উত্তর জেলায় সংবাদপত্রের এজেন্ট ছিলেন। গৌরীপুর প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, সাংবাদিক সংস্থা, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। তাঁর জীবদ্দশায় দৈনিক আজাদ, দৈনিক কৃষান, দৈনিক কালবেলা, দৈনিক সংগ্রাম, দৈনিক সমাচার, আজকালের খবর, সাপ্তাহিক এশিয়া, সাপ্তাহিক পরিধিসহ অসংখ্য সংবাদপত্রে সুনামের সঙ্গে কাজ করেন।