তারা যে আমরারে স্মরণ করছে, গেঞ্জি দিছে এতে আমরা ম্যালা খুশি- ‘পরান’

- আপডেট সময় : ০১:৫৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন: যুক্তরাষ্ট্রভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ভিনগোলার্ধের আয়োজনে মহান মে দিবস উপলক্ষে কুলি-মজুর-শ্রমিকদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে ময়মনসিংহের গৌরীপুরে ব্যতিক্রমী এক কর্মসূচি পালন করেছে । বৃহস্পতিবার (১ মে/২৫) বিকেলে সংগঠনটির উপজেলা শাখার বাস্তবায়নে গৌরীপুর পৌর শহরের বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবীদের মাঝে বিতরণ করা হয় টি-শার্ট, যেখানে স্পষ্টাক্ষরে লেখা রয়েছে ‘পরান’। অর্থাৎ সমাজের নিম্ন আয়ের মানুষদের সম্মানার্থে তাদের ‘পরান’ বলে ডাকার আহ্বান জানিয়েছেন এই সংগঠনের সদস্যবৃন্দ।
জানা যায়, সংগঠনের সদস্যরা দেশের বাইরে থাকলেও তাদের অন্তরাত্মা হাতড়ে বেড়ায় দেশের মাটি ও মানুষ। তাই এদেশের মানুষের জন্য কিছু করার ইচ্ছে থেকেই এ কর্মসূচির আয়োজন। ভিনগোলার্ধের পক্ষ থেকে কুলি-মজুর-শ্রমিকদের ‘পরান’ নামে ডাকার মধ্য দিয়ে তারা একটি মানবিক বার্তা ছড়িয়ে দিতে চায়। যারা ঘাম ও শ্রমের বিনিময়ে জীবন চালায় তারাই প্রকৃত মানুষ, তারাই প্রকৃত আপন। তাই তাদেরকে :পরান’ নামে ডাকার জন্য সবাইকে অনুরোধ করেছে সংগঠনের সদস্যবৃন্দ।
ভিনগোলার্ধ গৌরীপুর শাখার সমন্বয়ক মোঃ হারুন মিয়া জানান, “মে দিবস মানে কেবল মিছিল-মিটিং নয়, ছুটি নয়, এটি শ্রমজীবীদের সম্মান জানানোর দিন। আমরা চেয়েছি তাদের একটু ভালোবাসা, একটু সম্মান দিতে। এই ‘পরান’ লেখা টিশার্ট শ্রমজীবীদের প্রতি আমাদের মনের ভাষা।”
এ উপলক্ষে গৌরীপুরে রেস্তোরা শ্রমিক, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক ও দিনমজুর, ধানের গদির মালিক ও শ্রমিকদের মাঝে দুই শতাধিক টি-শার্ট বিতরণ করা হয়।
টি-শার্ট বিতরণ পূর্বে ভিনগোলার্ধ গৌরীপুরের সমন্বয়ক মোঃ হারুন মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ গোলাম মোহাম্মদ (জিএম)। তিনি বলেন, শ্রমজীবীদের ‘পরান’ নামে ডাকার উদ্যোগটি স্থানীয়ভাবে বেশ সাড়া ফেলেছে। প্রবাসীদের এমন উদ্যোগ কেবল একটি দিনে সীমাবদ্ধ না রেখে পুরো বছরজুড়ে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে রূপ পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়াও বক্তব্য রাখেন গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক একেএম মাজহারুল ইসলাম পলাশ, সংগঠনের সদস্য তাসাদুল করিম, মাহমুদ হাসান রিয়ান, নুর মোহাম্মদ শাফি, সৌরভ।
শ্রমজীবীদের এভাবে সম্মান দেওয়া হবে এটা কখনো ভাবেনি অনেক শ্রমজীবী মানুষ। এতো সুন্দর আয়োজনে তাদের অনেকেই আবেগাপ্লুত। তাদের কেউ কেউ বলেন, ”আমরা ত সবসময়ই অবহেলিত হই। আমরারে তো কেউ স্মরণ করেনা। তারা যে আমরারে স্মরণ করছে, গেঞ্জি দিছে এতে আমরা খুব খুশি।”