সংবাদ শিরোনাম :
গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে জুলাই পুনর্জাগরণ বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন

সেলিম আল রাজ
- আপডেট সময় : ০২:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
সেলিম আল রাজ
ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শন ও দোয়া মাহফিল কলেজ প্রাঙ্গণে বুধবার ৫ আগস্ট/২০২৫ অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. মাহবুবুল আলম খান। সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. সেলিম। বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আব্দুল ছিদ্দিক, শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান, শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখে ফাইজা আক্তার।
আলোচনা অনুষ্ঠান শেষে চব্বিশের গণঅভ্যুত্থানের উপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এসময় শহিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন সহকারী অধ্যাপক রেজওয়ান হোসেন।