জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন

- আপডেট সময় : ০১:১৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিন :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ মোট ১২টি টিম অংশগ্রহণ করছে। টুর্নামেন্টটি উপজেলার ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন টুর্নামেন্ট পরিচালক জাকারিয়া হাসান।
আজ, শুক্রবার ১৮ জুলাই ২০২৫, উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় রামগোপালপুর খেলার মাঠে, যেখানে মুখোমুখি হয় রামগোপালপুর ইউনিয়ন একাদশ বনাম ডৌহাখলা ইউনিয়ন একাদশ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার সভাপতি সালেহীন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর সরকারি কলেজ শাখার সভাপতি মফিদুল হাসান রাহাত, উপজেলা সেক্রেটারি মিজানুর রহমান, জামায়াতে ইসলামী ৮ নং ডৌহাখলা ইউনিয়ন সভাপতি ফজলুল হক, শিবপুর এল ইউ আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলাম এবং আব্দুর রহমানসহ এলাকাবাসী প্রমুখ।
উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে এক উৎসবমুখর প্রতিযোগিতা শুরু হয় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা।
গৌরীপুর উপজেলা সভাপতি সালেহীন কবির উদ্বোধনী অনুষ্ঠানে বলেন,
> “জুলাইয়ের স্মৃতিকে ধারণ করে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।”
আজকের ম্যাচের রেফারিং করেন জাহাঙ্গীর আলম, সহকারী হিসেবে ছিলেন আলামিন ও রিয়াম আহমেদ