”কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কী তোর বাপ দাদার” স্লোগানের প্রবক্তা গৌরীপুরের অনয় ডাকসু নির্বাচনে জিস এস প্রার্থী

- আপডেট সময় : ১২:০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিনঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে গদিচ্যুত করতে যে কয়েকটি স্লোগানের মাধ্যমে ঢাকা শহর প্রকম্পিত ছিলো তারমধ্যে অন্যতম একটি স্লোগান ”কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কী তোর বাপ দাদার?” আর সেই স্লোগানের প্রবক্তা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গৌরীপুর উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র এনামুল হাসান অনয়। চলমান ডাকসু নির্বাচনে অপরাজেয় ৭১, অদম্য ২৪ প্যানেলের ০৩ নং ব্যালটে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।
অনয় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গৌরীপুর পৌরসভাস্থ কলাবাগান এলাকার হুমায়ুন কবির সেলিম ও রহিমা আক্তার’র দ্বিতীয় সন্তান। ২ ভাই ১ বোনের মধ্যে তিনি মেঝো। এনামুল হাসান অনয় গৌরীপুর অগ্রদূত আদর্শ নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসসি ও ২০২১ সালে গৌরীপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই দেখা যাচ্ছে আওয়ামী সরকার পতনের মূল নায়কের ভূমিকায় যারা ছিলো তাদের মধ্যে এনামুল হাসান অনয় অন্যতম। তৎকালীন আওয়ামী সরকারের তাঁবেদারি না করার কারণে তাকে বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দলের রোশানলে পড়তে হয়েছে একাধিকবার।
ছাত্র জীবন থেকেই তিনি বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতেন। রাজনীতির সাথে জড়িয়ে সমাজ থেকে সকল অন্যায়কে বিলুপ্ত করার অভিপ্রায়ে লড়ছেন সারাক্ষণ। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ও সংবাদ মাধ্যমে দেখা গেছে এনামুল হাসান অনয় ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শক্তিশালী বাক্যবাণে মিছিলের সামনের সারিতে অবস্থান করে আসছেন।
ডাকসু নির্বাচন উপলক্ষে এনামুল হাসান অনয় বলেন, ”আমরা যারা মহান মুক্তিযুদ্ধ, এই ভূখণ্ডের পূর্বাপরের তাবৎ লড়াইকে ধারণ করি ঠিক তখনই বুঝবো আমাদের আগামী লড়াইয়ের পরিসর বড় হচ্ছে। সাম্রাজ্যবাদ, পরদেশি আধীপত্বের বিরুদ্ধে, তরিকুল, সালেকীনের রক্তশপথে বলীয়ান হয়ে আমাদের লড়ে যেতে হবে দেশের জন্য, মাটির জন্য। আমাদের লড়ে যেতে হবে বন্দর রক্ষায়, যুদ্ধবাজ তথাকথিত মানবিক করিডোরের বিরুদ্ধে।
তিনি আরো বলেন, ”আমরা নির্বাচিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) তার ঐতিহাসিক দায়িত্ব পালন করে বাংলাদেশের ভ্যানগার্ড হয়ে উঠবে।
ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে গৌরীপুরের সর্বস্তরের জনগণসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন এনামুল হাসান অনয়।