গৌরীপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাকিবুল ইসলামের অশ্রুসিক্ত বিদায়

- আপডেট সময় : ০৪:৩৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩ ১৬৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসানকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন তার সহকারীবৃন্দ। বুধবার (১১ জানুয়ারি/২০২৩ ) গৌরীপুরের উপজেলা থেকে বিদায় বেলায় দেখা গেলো এমন বেদনাময় চিত্র।
বিদায় কালে আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান বলেন, ভালো থাকুক গৌরীপুর উপজেলার প্রতিটি মানুষ। গৌরীপুরে থাকাকালীন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠেছে। এখানে থাকাকালে হয়তো কারো বিরাগভাজন হয়েছি। অনেক সময় ইতিবাচক আবার কখনো নেতিবাচক ভাবে মানুষকে উপস্থাপন করা হয়। খোলা চোখ দিয়ে সবকিছু দেখা যায় না। চোখের আড়ালেও অনেক কিছু থাকে। বিদায়বেলায় উপস্থিত বেশির ভাগ মানুষের চোখেই ছিলো জল। আবেগ থামাতে না পেরে কেঁদে ফেলেন অনেকেই। তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। বলা যায় তিনি কখনো নিজেকে সরকারি কর্মকর্তা হিসেবে মনে করে কাজ করেননি। তিনি সকলকে নিজের আপন মানুষ ভেবে কাজ করেছেন এবং সেটা সবার চোখেও পড়েছে। যোগদান করার পর থেকেই সরকারি সেবা সকলের কাছে পৌঁছে দিতে নিজেকে নিবেদন করেছেন। গত সারে চার বছরে তিনি তার কর্মের দ্বারা গৌরীপুরের সর্বস্তরের আনসার ভিডিপি সদস্যদের মন জয় করেছেন। বিশেষ করে করোনা মহামারির ভীতিকর পরিস্থিতিতেও তিনি উপজেলার সকল ভিডিভি সদস্যদের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছুটে গেছেন সরকারি সাহায্য নিয়ে। বাড়িয়ে দিয়েছেন মানুষের প্রতি মানবিকতার হাত। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে তিনি একজন সজ্জন, পরোপকারি ব্যক্তি হিসেবে অল্প সময়ে পেয়েছেন পরিচিতি। রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সেতু হিসেবে কাজ করেছেন।
”গৌরীপুর প্রতিদিন। ”