গৌরীপুর কিশোর কিশোরী ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- আপডেট সময় : ০১:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩ ১৬৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে ১১ জানুয়ারি ২০২৩ (বুধবার) কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় অন্তঃ ক্লাব ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অফিসার্স ক্লাবে উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেহেনা আক্তারের সভাপতিত্বে ও আবৃতি শিক্ষক মোখলেছুর রহমানের সঞ্চালনায় অনুশহঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক মোস্তাফিজুর রহমান প্রমূখ।
বিচারকের দায়িত্ব পালন করেন কবি নরুল আবেদীন, কিশোর কিশোরী ক্লাবের ফিল্ড সুপারভাইজার পাপড়ি দেবনাথ, গৌরীপুর সংগীত নিকেতেনের প্রতিষ্টাতা পরিচালক এম এ হাই, উপজেলা যুব উন্নয়ন কর্মকতা নন্দন কুমার দেবনাথ।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপজেলার ১১টি ক্লাবের শিক্ষার্থীরা ৫টি ইভেন্টে অংশগ্রহণ করে। পরে বিজয়িদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা নিবার্হী কর্মকতা ফৌজিয়া নাজনীন।
গৌরীপুর প্রতিদিন-মোখলেছুর/এইচএসএস