সংবাদ শিরোনাম :
সাবিকুন্নাহারের কবিতা ‘রমনী’
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৫৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ৯৮ বার পড়া হয়েছে
রমণী
———————-
তুমি এসো হে রমণী
নুপুরের ভাজে ভাজে
স্তব্ধ করে ভূমি
নিস্তবদ্ধ আকাশে কী খুঁজছো?
নাকি সাজাচ্ছ নতুন ধরণী?
তুমি সেই রমণী
তোমার ভালো লাগা তোমারই কাছে
তোমার অনুভূতি আকাশ খুঁজে
তোমার কথা শঙখচিল বুঝে
তোমার পথ চলা বুঝি
শিশির ভেজা ঘাসে।
তুমি সেই রমণী
হে রমণী প্রার্থনা আমার
জ্বলজ্বলে তারা যেনো
তোমার চোখে জ্বলে
রংধনুর সাত রং যেনো
তোমায় হাসতে বলে
চাঁদের মায়াবি আলো যেনো
তোমায় হাসতে বলে
তুমি সেই রমণী।