গৌরীপুর পাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীনের অশ্রুসিক্ত বিদায়
- আপডেট সময় : ০৩:০৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ১২৫ বার পড়া হয়েছে
মোখলেছুর রহমান, গৌরীপুর প্রতিদিনঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীনের শেষ কর্মদিবসে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে বুধবার (১৮ জানুয়ারি/২০২৩) এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শালীহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফজলে এলাহী বিপুল’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরযুবালা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন খান। তিনি বলেন, মনিকা পারভীন ছিলেন একজন সৎ ও নিষ্ঠাবান শিক্ষা অফিসার। তার নিরলস পরিশ্রমের ফলে গৌরীপুরের প্রাথমিক বিদ্যালয়ে এক আমুল পরিবর্তন সাধিত হয়েছে। এছাড়াও বক্তব্য রাখেন জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চাকী, সতীষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়দা ইয়াসমিন, সৈয়দ আবু সাইদ পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা লুৎফুন্নাহার, হাটশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক, ভিটারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আলম ভুইয়া, জাতীয়করণ ঐক্য সোসাইটি সহকারী শিক্ষক সমিতির সভাপতি ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক গাভীশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন চঞ্চল, পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মুরাদ হোসেন, আমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোজাম্মেল হক, জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক, নওপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোশাররফ হোসেন, কড়েহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, নহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুরুল্লাহ, রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফারুক হোসেন প্রমুখ।
উল্লেখ্য, মনিকা পারভীন গৌরীপুরে দক্ষতার সাথে ৩ বছর ৪ মাস দায়িত্ব পালন করে ময়মনসিংহ সদর উপজেলা শিক্ষা অফিসার হিসেবে বদলি হয়েছেন।