সংবাদ শিরোনাম :
গৌরীপুরে নামাজরত অবস্থায় এক শিক্ষকের মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪৪:০২ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিন ঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ মসজিদে শনিবার (২১ জানুয়ারি/২০২৩) এশার নামাজরত অবস্থায় বোকাইনগর ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক গড়পাড়া গ্রামের আব্দুল হেলিম মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি…… রাজিউন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিনি এশা নামাজ আদায় করার জন্য গৌরীপুরের তার নিজ বাসা থেকে বের হয়ে উপজেলা মসজিদে যান। নামাজ শুরু হলে অন্যান্য মুসুল্লিদের সাথে তিনিও জামাতে শরিক হন। কিছুক্ষণ পর তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন।
হারুণ টি হাউজের মালিক মোঃ হারুণ মিয়া বলেন, ”অন্যান্য দিনের মতো তিনি আজকেও আমাদের সাথে এশার নামাজ আদায় করতে উপজেলা মসজিদে আসেন। নামাজের মাঝখানে তিনি অজ্ঞান হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। তারপর আমরা কয়েকজন মিলে তাকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”