হাফেজ আজিজুল হক’র শারীরিক সুস্থতার খোঁজ নিতে গৌরীপুরে আসেন ইমরান সালেহ প্রিন্স
- আপডেট সময় : ০৪:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩ ৮২ বার পড়া হয়েছে
গৌরীপুর প্রতিদিন ডেস্কঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মিছিলে ১৬ই জানুয়ারি কেন্দ্রীয় কর্মসূচী পালন করতে গিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ অতর্কিত হামলায় গুরুতর আহত হন গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য হাফেজ মোঃ আজিজুল হক। শনিবার (২১ জানুয়ারি /২০২৩) অসুস্থ হাফেজ আজিজুল হককে তার ব্যক্তিগত কার্যালয় কলতাপাড়ায় দেখতে ও শারীরিক খোঁজ খবর নিতে ছুটে আসেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক) সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অধ্যাপক এনায়েতুল্লাহ্ কালাম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন সারীর নেতৃবৃন্দ। এসময় তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি নৈরাজ্য সৃষ্টিকারী দল। অবৈধভাবে ক্ষমতায় এসে এখন আখের গোছাতে ব্যস্ত। তাই বিএনপির নেতাকর্মীদের উপর তার নানাভাবে হামলা মামলা চালিয়ে রাজপথ থেকে সরিয়ে আবার অবৈধভাবে ক্ষমতায় আসতে চাইছে।
সৈয়দ ইমরান সালেহ প্রিন্স হাফেজ আজিজুল হকের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে ও বিএনপির চেয়ার পারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বিশেষ বক্তব্য রাখেন।